হাতের লেখা সুন্দর করার ১০ টি উপায়
হাতের লেখা চিন্তিত? হাতের লেখা নিয়ে চিন্তিত না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। হাতের লেখার প্রতি মনোযোগ আপনাকে আরো সুন্দর একটি অবস্থানে নিয়ে যেতে সাহায্য করবে।
আসুন জেনে নেই হাতের লেখা সুন্দর করার ১০ টি কার্যকরী উপায়। এই উপায় অবলম্বন করলে আপনার হাতের লেখাও হবে অসাধারণ।
পোস্ট সূচিপত্রঃ
- হাতের লেখা সুন্দর করার উপায়
- লেখার প্রতি মনোযোগ দিতে হবে
- লাইন সোজা করে লিখতে হবে
- নিয়মিত লেখার অভ্যাস করতে হবে
- প্রতিটি অক্ষরের প্রতি মনোযোগ দিতে হবে
- প্রথমাবস্থায় দ্রুত গতিতে নয়, আস্তে লিখুন
- কিছু সুন্দর লেখা অনুসরণ করতে হবে
- মাত্রার সঠিক ব্যবহার জানতে হবে
- শব্দের দুরত্ব সমান হতে হবে
- বানানের প্রতি সতর্ক হতে হবে
- লেখা চেপে চেপে লিখতে হবে
- লেখকের মন্তব্য
হাতের লেখা সুন্দর করার উপায়
হাতের লেখা সুন্দর করার অনেক উপায় আছে। আপনি হয়তো অনেক জায়গায় অনেক কিছু পড়েছেন তবুও আপনার জন্য আমি নিয়ে আসছি খুব ভালো কয়েকটি টিপস। যা আপনার হাতের লেখা ভালো করতে আপনাকে অনেকভাবে সাহায্য করবে।
হাতের লেখা সুন্দর করার প্রয়োজনীয়তাঃ
- সুন্দর হাতের লেখা পরীক্ষায় ভালো নম্বর পেতে সাহায্য করে।
- ভালো শিক্ষার্থী হিসেবে পরিচিতি বাড়াতে সাহায্য করে।
- পরিচ্ছন্ন লেখা খাতায় দেখতে সুন্দর লাগে।
- বিভিন্ন কাজে সুন্দর হাতের লেখাকে প্রধািন্য দেওয়া হয়। ইত্যাদি।
এসকল কারণে হাতের লেখা সুন্দর করা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চলুন আমরা সেরা ১০ টি উপায় জেনে নেই।
লেখার প্রতি মনোযোগ দিতে হবে
যেকোন কাজ মনোযোগ দিয়ে করলে তা অবশ্যই ভালো হয়। তাই হাতের লেখার সময় লেখার প্রতি মনেযোগ দেওয়া অত্যাবশ্যক। আপনি যত মনোযোগী হবেন, আপনার লেখা ততই সুন্দর হবে। তাই প্রথমেই আপনাকে লেখার প্রতি মনোযোগ দিতে হবে।
এখন প্রশ্ন হলো, আপনি লেখার প্রতি মনোযোগী হবেন কিভাবে? এর উত্তরে আমি বলবো, আপনি যে বিষয়ে লিখতে চাইছেন আগে সে বিষয়ে ভাবুন। আপনি কি লিখবেন সে বিষয়ে সঠিক ভাবনা থাকলে আপনি অবশ্যই লেখায় মনোযোগী হতে পারবেন।
লাইন সোজা করে লিখতে হবে
বাঁকা লেখা দেখতে চোখে খুব একটা ভালো দেখায় না। তাই লেখা সোজা হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যা লিখছেন তার প্রতি মনোযোগিতাই আপনার লেখা সোজা রাখতেও সাহায্য করবে। এছাড়াও লেখা সোজ করার জন্য আপনি অন্য একটি উপায় অবলম্বন করতে পারেন। তা হলো-
লেখার সময় পেন্সিল বা নষ্ট কলম দিয়ে আগে খাতায় দাগ টেনে নিন। তারপর সেই দাগ অনুযায়ী লিখতে থাকুন। পরে পেন্সিলের দাগ মিশিয়ে দিন। এভাবে কিছুদিন অভ্যাস করলে আপনার হাতের লেখা অনেকটাই সোজা হয়ে যাবে।
নিয়মিত লেখার অভ্যাস করতে হবে
হাতের লেখা সুন্দর করার জন্য নিয়মিত লেখার অভ্যাস করতে হবে। কেননা, কোন কাজ নিয়মিত করলে সেটি সহজেই আমাদের আয়ত্তে এসে যায়। তাই লেখাকেও আয়ত্তে আনার জন্য নিয়মিত লেখার অভ্যাস করতে হবে।
এখন প্রশ্ন থেকেই যায়, লেখার অভ্যাস করবো কিভাবে? চলুন আপনাদের সেই প্রশ্নের উত্তর দেই। আপনি যখন কোন কিছু পড়বেন তখন সেটি সাথে সাথে লিখুন তাহলে সেই পড়াটি মুখস্থ হয়ে যাবে এবং সাথে আপনার লেখার অভ্যাসও তৈরি হবে। এটি পরীক্ষায় ভালো নম্বর পেতেও সাহায্য করবে।
প্রতিটি অক্ষরের প্রতি মনোযোগ দিতে হবে
প্রতিটি অক্ষরের প্রতি মনোযোগ আপনার লেখাকে আরো সুন্দর করে ফুটিয়ে তুলবে। তাই আপনি যখন কোন কিছু লিখবন তখন প্রতিটি অক্ষরের প্রতি মনোযোগী হোন। সঠিকভাবে লিখলে আপনার লেখাও অনেক সুন্দর হবে।
প্রতিটি অক্ষরের প্রতি মনোযোগ দেওয়ার জন্য আপনাকে অক্ষর সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। কোন অক্ষর কিভাবে লিখতে হবে সে বিষয়ে সঠিক ধারণা থাকলে লেখা সুন্দর করা অনেকটাই সহজ হয়ে যায়। তাই হাতের লেখা সুন্দর করতে এই টিপস্ অবশ্যই ফলো করবন।
প্রথমাবস্থায় দ্রুত গতিতে নয়, আস্তে লিখুন
হাতের লেখা সুন্দর করার জন্য আপনাকে প্রথম অবস্থায় আস্তে আস্তে লিখতে হবে। একবারেই যদি দ্রুত গতিতে লেখার চেষ্টা করেন তাহলে লেখা আরো খারাপ হয়ে যাবে। তাই লেখা সুন্দর করতে আপনাকে প্রথমেই আস্তে লিখতে হবে। এরপর লেখার উন্নতি হলে লেখার গতি বাড়িয়ে দিতে হবে।
মনোযোগ এবং চেষ্টা আপনার লেখার গতি পাল্টে দেবে। দ্রুত গতিতে লিখলে আপনি দ্রুত তা শেষ করতে পারবেন কিন্তু আপনার লেখা সুন্দর হবে না। তাই লেখা সুন্দর করতে আপনাকে আস্তে আস্তে লেখার অভ্যাস করতে হবে শুরুতেই। এভাবে আপনি লেখার চর্চা করতে পারেন।
কিছু সুন্দর লেখা অনুসরণ করতে হবে
হাতের লেখা সুন্দর করতে হলে অন্যের সুন্দর লেখাও দেখতে হবে। দেখে তা অনুসরণ করতে হবে এবং নিজের প্রাকটিস বাড়িয়ে দিতে হবে। আপনার পছন্দ অনুযায়ী কিছু লেখা বেছে নিন তারপর তা দেখে দেখে অনুশীলন করুন। বেশি বেশি অনুশীলন করলে আপনার লেখাও দ্রুত সুন্দর হবে।
আরো পড়ুনঃ বাংলায় আর্টিকেল লেখার নিয়মসমূহ
মাত্রার সঠিক ব্যবহার জানতে হবে
মাত্রার সঠিক ব্যবহার জানা বাংলা লেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি, বাংলা লেখায় তিন ধরনের অক্ষর রয়েছে। তা হলো-
- পূর্ণ মাত্রা
- অর্ধ মাত্রা
- মাত্রাহীন
এই তিন ধরণের মাত্রা বাংলা লেখায় প্রচলিত রয়েছে। তাই কোন অক্ষরে কোন মাত্রা প্রয়োজন এবং তা কোথায় দিতে হবে সে সম্পর্কে সঠিক ধারণা থাকতে হবে। তাহলে সঠিক মাত্রার ব্যবহার আপনার লেখা সুন্দর করতে বিশেষভাবে সাহায্য করবে।
শব্দের দুরত্ব সমান হতে হবে
হাতের লেখা সুন্দর করতে হলে একটি শব্দ থেকে অন্য শব্দের দূরত্ব সমান হতে হবে। শব্দের সঠিক ব্যবহার লেখা সুন্দর করতে বিশেষভাবে সাহায্য করে। তাই এক শব্দ হতে অন্য শব্দের দূরত্ব যেন সমান হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে। তবেই লেখা সুন্দর দেখাবে।
এখন প্রশ্ন হলো, লেখার সময় শব্দের দূরত্ব সমান হলো কি না তা বুঝবো কিভাবে? এই প্রশ্নের উত্তর খুবই সহজ। আপনার চোখে যা দেখতে ভালো লাগবে বা আপনার যখন মনে হবে আপনার লেখায় শব্দের ব্যবহার ঠিক আছে, দূরত্ব সমান আছে তাহলেই বুঝবেন আপনার লেখাও ঠিকঠাক আছে।
নিজের দৃষ্টিকে যথাযথভাবে ব্যবহার করুন। এটি আপনার লেখাকে সুন্দর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বানানের প্রতি সতর্ক হতে হবে
লেখা সুন্দর করার জন্য বানানের প্রতি মনোযোগ দেওয়ার কোনো বিকল্প নেই। বানান ভুল হলে পরীক্ষায় যেমন ভালো নম্বর পাওয়া যায় না তেমনি কোন লেখা পড়তেও ইচ্ছা করেনা। তাই হাতের লেখা সুন্দর করার জন্য বানানের প্রতি অবশ্যই সতর্ক হতে হবে।
সঠিক বানানের জানার জন্য কিছু বিষয় মাথায় রাখতে হবে। তা হলো-
- বানানের সঠিক নিয়ম জানা
- অক্ষর, শব্দ, বাক্যের সঠিক প্রয়োগ
- বাংলা ডিকশনারি পড়ে সঠিক শব্দের বানান জানা
- নিজের লেখার সময় তা সঠিকভাবে লক্ষ্য রাখা
লেখা চেপে চেপে লিখতে হবে
হাতের লেখা ভালো দেখানোর আর একটি কার্যকরী উপায় হলো লেখা চেপে চেপে লিখতে হবে। লেখার মাঝে দূরত্ব বেশি হলে সে লেখা দেখতে ভালো হয়না। তাই লেখার সময় শব্দগুলো চেপে চেপে লিখতে হবে তাহলে লেখা দেখতে সুন্দর হবে এবং ভালো নম্বর পেতে সাহায্য করবে।
এছাড়াও লেখার সময় এক বাক্য থেকে অন্য বাক্য, এক শব্দ থেকে অন্য শব্দের মাঝে খুব বেশি দূরত্ব হয়ে গেলো কিনা তা খেয়াল রাখতে হবে। সবগুলো সমানভাবে ও সঠিকভাবে যদি লেখা হয় তাহলে লেখা দেখতে সুন্দর হয়। তাই লেখা একটু চেপে চেপে লেখাই উত্তম।
লেখকের মন্তব্য
হাতের লেখা সুন্দর করা নিয়ে প্রায় সবারই একটি চিন্তা থাকে। সেই চিন্তা দূর করতেই আমার লেখা প্রকাশ করলাম আপনাদের সুবিধার্তে। আমি নিজে এসব উপায় মেনে চলি। আশা করি, এই ১০ টি উপায় অবলম্বন করলে আপনার লেখাও হবে অনেক সুন্দর।
তাই আজ থেকেই লেখার প্রতি মনোযোগি হয়ে এসব উপায় অনুসরণ করুন। আপনার হাতের লেখা নিয়ে দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আমার লেখায় কোনো ভূল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরো বিভিন্ন বিষয় নিয়ে জানতে চোখ রাখুন দ্য অর্ডিনারি আইটিতে।
দ্য অনলাইন আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url